অনলাইন ডেস্ক:
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে প্রাইভেটকারের ধাক্কায় ১৪ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে।
রবিবার দুপুর ১২টার পর এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক রবিউলকে আটক করা হয়েছে। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুউজ্জামান ইত্তেফাককে জানান, চালক ওই প্রাইভেটকারটি বিমানবন্দর সড়কে পথচারীদের উপর উঠিয়ে দেন। এতে ১৪ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে কুর্মিটোলা এবং গুরুতর আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
এর আগে ২০১৮ সালের ২৯ জুলাই প্রায় একই স্থানে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছিলেন। এরপর সারা দেশে নিরাপদ সড়ক আন্দোলন ছড়িয়ে পড়ে।