ডেস্ক রিপোর্ট:
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় তরিকুল ইসলাম (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রাণাখড়িয়া ঘোড়ামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মানবেন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তরিকুল উপজেলার বহলবাড়ীয়া ইউপির আটমাইল নওদা খাদিমপুর এলাকার রুকমান আলীর ছেলে।
এসআই মানবেন্দ্র বিশ্বাস জানান, সকালে তরিকুল তার কারখানার পাউরুটির ভ্যান নিয়ে সাপ্লাইয়ের জন্য যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা একটি ১০ চাকার দ্রুতগামী ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি।