শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন

কৃষকদের চোখে মুখে আশার আলো! – স্মৃতি এমপি

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
শুক্রবার, ১৫ মে, ২০২০

সিরাজুল ইসলাম রতন, বর্তমানকন্ঠ ডটকম, গাইবান্ধা : গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার – কৃষি বান্ধব সরকার! দেশের যে কোন দুর্যোগময় মুহুর্তে কৃষকদের পাশে থেকে ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন সহায়তা প্রদান করছে সরকার।এছারাও তেল সার বীজ কীটনাশকসহ কৃষকদের মাঝে কৃষি প্রনোদণা প্রদান অব্যাহত রেখেছে।কৃষকরা যেন ধানের ন্যায্য মুল্যে পায় এজন্য সরকার সারা দেশে সরাসরি কৃষকদের নিকট হতে ন্যায্য মুল্যে ধান ক্রয় করছে।

শুধু তাই নয় বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে স্বেচ্ছা শ্রমে সারা দেশে ধান কাটা কর্মসুচী অব্যাহত রয়েছে। কৃষকলীগের নেতাকর্মীরা এই কাজে কৃষকদের স্বেচ্ছায় শ্রম দিয়ে আসছে।যা অতীতে কখনো হয়নি।

১৪ মে বৃহস্পতিবার বেলা ২ টায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে স্থানীয় খাদ্য গুদামে ধান চাল ক্রয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন প্রতি বছরের ন্যায় দেশে ধানের বাম্পার ফলন হয়েছে! করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রান্তিক চাষীদের পাশে সব সময় আছে ইতোমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী কৃষিবিদের মাঠ পর্যায়ে গিয়ে কৃষি সেবা ও পরামর্শ প্রদানের নির্দেশ দিয়েছে।দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হেসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, পৌর প্রশাসক ও আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর প্রধান, কৃষি অফিসার আজিজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ, খাদ্য নিয়ন্ত্রণ মাহাবুব রহমান, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আব্দুল কাদের বকসী, বিশিষ্ট ব্যাবসায়ী মনিরুজ্জামান ফুল মিয়া, দীলিপ চন্দ্র সাহা ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পারায় কৃষকরা আশার আলো দেখছেন বলে সাংবাদিকদের নিকট প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। উল্লেখ্য এ বছর উপজেলায় মোট ১৭২৬ মেঃ টন ধান, ২১৫০ মেঃ টন সিদ্ধ চাল ও ১২৪ মেঃ টন আতব চাল ক্রয় করবে খাদ্য বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ