নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার,১৮ ডিসেম্বর ২০১৭: ইউরোপের মনোমুগ্ধকর পরিবেশে বিরাট-আনুশকা যখন মধুচন্দ্রিমা সারছেন, ঠিক তখনই শ্রীলঙ্কান ক্রিকেট সমর্থক দিনিথি উইরিশেখারা প্রচন্ড রেগে গেলেন।
অবশ্য তিনি বিরাটের উপর রাগেননি। তিনি রেগেছেন আইসিসি-র উপরে। বিরুষ্কার বিয়ের পরেই শুভেচ্ছার ঢল নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে অমিতাভ থেকে শাহরুখ, কাজল থেকে অনিল কাপূর। শহীদ আফ্রিদি থেকে মুহাম্মদ আমিরও অভিনন্দন জানিয়েছেন নব দম্পতিকে।
তবে বিরুষ্কা জুটিকে শুভেচ্ছা জানিয়ে সামান্য হলেও বিতর্ক তৈরি করেছে আইসিসি। আইসিসি অফিসিয়াল টুইটারে বলেছে, ‘কনগ্র্যাচুলেশন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা।’
আইসিসির টুইটের পর ক্ষোভে ফেটে পড়েন ঐ শ্রীলঙ্কান নারী। জবাবে তিনি লেখেন, বিরাট-আনুশকাকে কোন আঘাত না করে বলছি, আইসিসি এটা কী করল! ওরা কবে থেকে ক্রিকেটারদের বিয়ের জন্য শুভেচ্ছা জানাতে শুরু করল? অন্যান্য ক্রিকেটারদের ক্ষেত্রেও কী এরকম বার্তা পাঠানো হবে?
তার অভিযোগ, কোহলিকে যে দৃষ্টিভঙ্গিতে দেখা হয় আইসিসিতে, বাকি ক্রিকেটারদের কেন সেই দৃষ্টিভঙ্গিতে দেখা হবে না!