প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম : নেত্রকোণা জেলার খালিয়াজুড়িতে অসহায় দুস্থদের জন্য সরকারি অনুদানের অতিরিক্ত চার টন খাদ্য সামগ্রী প্রেরণ করা হয়েছে। চাইনিজ মেশিনারিজ এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এই ত্রাণ সামগ্রী ১৮ এপ্রিল শনিবার সকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার এর সম্মানে খালিয়াজুড়িতে প্রেরণ করেছে। মন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন এই তথ্য জানান ।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৮৫ বস্তা চাউল, ২০ বস্তা ডাল এবং ৬শত বোতল তেল।
ত্রাণ সামগ্রী খালিয়াজুড়ির উদ্দেশে হস্তান্তরকালে চাইনিজ মেশিনারিজ এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সিইও চেনজিং এবং প্রতিষ্ঠানটির চীফ কনসালটেন্ট মো: সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।