শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

গাইবান্ধায় কৃষকের উৎপাদিত সবজি সরকারি ত্রাণ সহায়তায় সংযুক্তির নির্দেশ জেলা প্রশাসকের

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
সোমবার, ২০ এপ্রিল, ২০২০

সিরাজুল ইসলাম রতন, বর্তমানকন্ঠ ডটকম, গাইবান্ধা : করোনা সংকটকালে সফল চাষী ও বঙ্গবন্ধু পদক প্রাপ্ত আদর্শ কৃষক আমির আলীর উৎপাদিত ফসল নিয়ে হতাশা প্রকাশের পর তার উৎপাদিত ফসল সরকারিভাবে ক্রয় করে ত্রাণ সহায়তায় যুক্ত করা হয়েছে। জেলার কৃষকদের উৎপাদিত পন্য সরকারিভাবে ক্রয় ও বিক্রয় ব্যবস্থা করার অংশ হিসাবে জেলা প্রশাসন নানা পদক্ষেপ গ্রহন করেছেন।

২০ এপ্রিল সোমবার গাইবান্ধা সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের বঙ্গবন্ধু পদক প্রাপ্ত আদর্শ কৃষক আমির আলীর সবজি বাগান পরিদর্শন কালে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন বলেন, করোনাভাইরাসের প্রভাবের কারনে হাট বাজার বন্ধ থাকায় কৃষদের উৎপাদিত সবজি বিক্রির অভাবে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান সে কারনেই পুষ্টি সমৃদ্ধ সবজি ত্রাণের সাথে বিতরণ শুরু করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি উপজেলায় এসব কৃষকদের সবজি ক্রয়ের মাধ্যমে স্বাস্থ্য সম্মত ত্রান বিতরণ করা হবে।

এসময় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা কৃষি অফিসার সাদেকুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ড, মুক্তি নগর ইউপি চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন ও আদর্শ কৃষক আমির আলী প্রমুখ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ