শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

গাইবান্ধা শহরে অগ্নিকান্ডে ৫টি বসতবাড়ি ৮ লাখ টাকার মালামালসহ ভষ্মিভুত

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

সিরাজুল ইসলাম রতন, বর্তমানকন্ঠ ডটকম, গাইবান্ধা : গাইবান্ধা পৌরসভার ডেভিড কোম্পানীপাড়ার আগের বাড়িতে সোমবার সকাল ১০টায় এক ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে ওই এলাকার কালা চান নামে এক ব্যক্তি ও তার পরিজনের ৫টি ঘর মালামালসহ ভস্মিভুত হয়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে।

জানা গেছে, রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয় এবং মুহুর্তেই তা পাশ্ববর্তী সবকটি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও গাড়ি যাওয়ার কোন রাস্তা না থাকায় পুলিশের সহযোগিতায় দুর থেকে পাইপযোগে পাশ্ববর্তী পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানো হয়। এতে আগুন নিভাতে বিলম্ব হওয়ার কারণেই মূলত: ক্ষয়ক্ষতির পরিমাণ বেশী হয়েছে বলে এলাকাবাসিদের সুত্রে জানা গেছে।

জেলা প্রশাসক মো. আবদুল মতিন ও পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারটিকে জেলা প্রশাসক জরুরী ত্রাণ সহায়তা হিসেবে ৫ হাজার টাকা প্রদান করেন এবং টিন প্রদানের আশ্বাস দেন। এছাড়া পৌরসভার মেয়র প্রতিটি পরিবারকে চাল, শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ