গাজীপুর,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮: গাজীপুরের বড়বাড়িতে ফোম কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, ভোর ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বড়বাড়ি জয়বাংলা রোড এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামের একটি ফোম তৈরির কারখানার গোডাউনে আগুন লাগে।
খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকে। ঘণ্টা খানেক চেষ্টা করার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায়। আরো দুটি ইউনিটকে খবর দেয়া হয়। কিছুক্ষণ পর ওই দুটি ইউনিট আমাদের সাথে যোগ দেয়। প্রায় সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব নয় বলে জানান তিনি।