শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

গাজীপুরে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, ডাল বিক্রি করেছে টিসিবি

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), বর্তমানকন্ঠ ডট কম, গাজীপুর : গাজীপুরে খোলাবাজারে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল, চিনি, মশুর ডাল বিক্রি করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক তত্তাবধানে ২২ জুলাই বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের ভোড়া উত্তরপাড়ায় টিসিবির পণ্য বিক্রি করা হয়।

খবর পেয়ে ক্রেতাদের ঢল নামে। দুপুরে রোদ-বৃষ্টির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে নারী পুরুষ পৃথক লাইন ধরে ৫ লিটার সয়াবিন তেল ৪০০ টাকা, ৩ কেজি চিনি ১৫০ টাকা, ১ কেজি মশুর ডাল ৫০ টাকা দরে কিনতে দেখা যায়।

এ সময় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম মনিটরিং করেন গাজীপুর জেলা বাজার কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম। সহযোগিতায় করেন সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক) সহ ওই এলাকার স্বেচ্ছাসেবী যুবকরা।

ওই স্থানে টিসিবির ট্রাকে করে টিসিবির ডিলার টঙ্গীর গাজীপুরার মেসার্স মাহিরা ট্রেডার্সের স্বত্তাধিকারী মোঃ মামুন খান ১৫০০ লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি চিনি, ২০০ কেজি মশুর ডাল বিক্রি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ