বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু-শান্তিপূর্ণ হয়েছে: রিটার্নিং কর্মকর্তা

বর্তমানকণ্ঠ ডটকম / ৫ পাঠক
মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার, ২৬ জুন ২০১৮:
রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়ার নির্বাচন স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রকিব উদ্দিন মন্ডল বলেন, ‘আমি ১৪ টি কেন্দ্র পরিদর্শন করেছি। এর মধ্যে সব গুলো কেন্দ্রে নির্বাচন সুষ্ঠ ও শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।’

‘শতাধিক কেন্দ্রে ভোটে অনিয়োম হয়েছে’ বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আমরা আইন ও বিধি অনুযায়ী এই সকল কেন্দ্রের ব্যবস্থা গ্রহণ করবো। তবে মোট ৪২৫টি কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ