সিরাজূল ইসলাম রতন, বর্তমানকন্ঠ ডটকম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৮ মে ২০২০ শুক্রবার দুপুর ১টায় জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের দেয়া ১৬০টি ডানো ব্যান্ডের প্যাকেট শিশু খাদ্য গোবিন্দগঞ্জ থানার জয়পুর মাদারপল্লী দুস্থ ও অসহায় শিশুদের মাঝে বিতরণ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার মাধ্যমে আদিবাসী নেতা ফিলিমন বাস্কের নিকট হস্তান্তর করেন গোবিন্দগঞ্জ অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান। এসময় ওসি তদন্ত আফজাল হোসেনসহ থানার অন্যান্য এসআই, এএসআই ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।