নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮: বায়ান্নর একুশে ফেব্রুয়ারির মহান শহীদদের স্মৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
বুধবার রাত ১২ টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শ্রদ্ধা জানান। এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারসহ বিশিষ্ট ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অপেক্ষমাণ লাখো জনতার জন্য উন্মুক্ত হচ্ছে গৌরবের মিনার।