চট্টগ্রাম ,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার,০৮ জানুয়ারী, ২০১৮: চট্টগ্রাম নগরীর লামার বাজারের ময়দার মিল, সুলতান কলোনি এলাকায় অগ্নিকাণ্ডে ১৬টি ঘর পুড়ে গেছে। তবে বড়কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মো. জাহাঙ্গীর।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সাতটি গাড়ি নিয়ে গিয়ে বেলা ১টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আনে। এ আগুনে হাজী সুলতান সওদাগর কলোনির ১৬টি ঘর পুড়ে গেছে। আগুনে সেমিপাকা ১৬টি ঘর ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা জসিম বলেন, প্রাথমিক ভাবে ধারন করা যাচ্ছে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।