1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:১৫ অপরাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

চাঁদপুরে চুরির অপবাদে নারীকে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে মারধর, আটক-২

এ কে আজাদ : চীফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বর্ণের চেইন চুরির অপবাদ দিয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় হামলার শিকার নারীকে উদ্ধার করতে গিয়ে আরও কয়েকজন আহত হন। আধুনিক যুগে মধ্যযুগীয় কায়দায় এমন হামলার সঠিক তদন্ত ও বিচার প্রার্থনা করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার ও বিচারের দাবী করেছেন স্থানীয় সচেতন মহল। গুরুতর আহতবস্থায় চাঁদপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ভুক্তভোগী তাসলিমা বেগম।
ঘটনাটি ঘটেছে ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার ১৫ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রুস্তুমপুর গ্রামে। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর রবিবার বিকেলে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা করা হয়েছে।
সরেজমিনে জানা যায়, চলতি বছরের ৪মাস পূর্বে একইবাড়ীর বাসিন্দা মোস্তফা মিয়ার ছেলে কাউসার আলমের নব-বিবাহিতা স্ত্রীর গলার আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন হারিয়ে যায়। সপ্তাহ খানেকপর হারিয়ে যাওয়া চেইনটি কাউছারদের বসতঘরের সামনে নারিকেলের খোসার পাশ থেকে উদ্ধার করা হয়। এই চেইনটি হারিয়ে যাওয়াকে চুরি হিসেবে গণ্যকরে একই বাড়ির স্বামী পরিত্যক্তা অসহায় তাসলিমা বেগমকে বিভিন্ন হয়রানী করে আসছে অভিযুক্ত কাউছার গংরা।
ওই ঘটনার জের ধরেই চেইন হারানো-উদ্ধারের ৪ মাসপর কাউছার আলমের ছোট দুই ভাই ইয়াসিন ও মোফাচ্ছের ও তাদের মা শামছুন্নাহারের সহায়তায় ঘটনারদিন ভুক্তভোগী তাসলিমাকে নিজেদের বসতঘর থেকে টেনেবের করে এনে প্রকাশ্যে বেধড়ক পিটিয়ে গুরুতর যখম করে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী তাসলিমা বেগম জানান, বিনা কারণেই ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির উঠোনে তার ওপর হামলা চালানো হয়। তিনি চুরির কোনো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। এমন পরিস্থিতিতে স্বজনরা ঘটনার বিচার দাবি করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্ত কাউছারের স্ত্রী তার গলায় থাকা স্বর্ণের চেইনটি ভুলবসত হারিয়ে যাওয়া,চেইনটি যেখানে পাওয়া যায়, সেখানে বসে তিনি ডাব খাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তার সাথে কথা কথা বলার এক পর্যায়ে ভুক্তভোগী ওই মেয়েটি তাদের বিল্ডিং এ কেন আসেন এমন একটি মন্তব্য রহস্যজনক মনে হচ্ছে।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরির্দশক তদন্ত মো. বাহার মিয়া জানান, এঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি এজহার দায়েরকরা কয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত দু’জনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।




এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By

Privacy Policy

Theme Customized BY WooHostBD