শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

চাঁদপুর মতলবে জন্মনিল ৬ পা বিশিষ্ট অদ্ভুত বাছুর

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

চাঁদপুর মতলবে জন্মনিল ৬ পা বিশিষ্ট অদ্ভুত বাছুর
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে একটি গাভী গরু ৬ পা ও ২ জরায়ু বিশিষ্ট একটি বকনা বাছুর প্রসব করেছে। শুধু ৬ পা নয়. বাছুরটির ১টি জরায়ুর স্থলে ২টি জরায়ু রয়েছে। তবে গাভী গরুটি বাছুর প্রসব করতে গিয়ে ওই গাভীটি অসুস্থ হয়ে পরলেও বাছুরটি সম্পূর্ণ সুস্থ আছে।
গত ৫ অক্টোবর বিকেলে ওই ওয়ার্ডের ঠাকুরচর গ্রামের ঢালী বাড়ির আবদুস ছাত্তার ঢালীর গাভীটি বিরল এই বাছুর জন্ম নেয়ার খবরে এলাকা জুড়ে হই চই পড়ে যায়। বাছুরটিকে দেখতে বিভিন্ন স্থান হতে শত শত মানুষ ছুটে যায় ওই এলাকায়।
গাভীর মালিক আব্দুস ছাত্তার ঢালী বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে গরু লালন-পালন করে আসছি। কিন্তু এই ধরণের ঘটনা এই প্রথম।
তিনি জানান, গাভীটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুটি পা বাইরে বের হয়। কিন্তু পিছনের বাকী অংশ আর বের না হওয়ার পশু চিকিৎসকদের ডাকা হয়। তারা এসে অনেকক্ষন চেষ্টা করে  বাছুরটিকে বাইরে বের করে আনে। এতে গাভী গরুটি একটু অসুস্থ্য হলেও বাছুরটি সম্পূর্ণ সুস্থ আছে।
তিনি বলেন, বাছুরটির একটির জায়গায় দুটি জরায়ু, পিছনে দুটির জায়গায় ৪টি পা আছে, বাকি সবকিছুই ঠিক আছে।
মতলব উত্তর উপজেলা (ভারপাপ্ত) প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. তানভীর আনজুম অনিক জানান, বিরল বাছুর প্রসব এটি প্রকৃতির একটি নিয়ম। এখানে কারো কোন হাত নেই। বাছুরটি সঠিকভাবে মায়ের দুধ পেলে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।

তারিখ : ০৭-১০-২১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ