চাঁপাইনবাবগঞ্জ,বর্তমানকণ্ঠ ডটকম এ বছর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান।
সভায় বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা এবং করনীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন ও সাইফুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম আহব্বায়ক রুহুল আমিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখলেশুর রহমান, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান কেরামত আলী, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান, জেলা প্রথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক রওশন আরা বেগম, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌাফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শামছুল আলম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সাইদুর রহমানসহ সরকারী-বেসরকারী অফিস প্রধান ও সংশ্লিষ্টরা।