শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

জমকালো আয়োজনে সিটি নিউজ ঢাকা’র প্রতিনিধি সম্মেলন

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
সোমবার, ১৫ মার্চ, ২০২১

জমকালো আয়োজনে সিটি নিউজ ঢাকা’র জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ মার্চ) রাজধানীর বনানীতে এক অভিজাত হোটেলে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকাল থেকে দেশের ৬৪টি জেলার প্রতিনিধিরা ভেন্যুতে এসে উপস্থিত হন। এ সময় সেখানে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাসি-আড্ডায় জমে ওঠে পুরো হোটেল হলরুম।
এরই মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন দেশের খ্যাতনামা অপরাধবিষয়ক সাংবাদিক ও সিটি নিউজ ঢাকা’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিক। তার আগমনে অনুষ্ঠানস্থল আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এরপর শুরু হয় অনুষ্ঠানের মূলপর্ব। একইভাবে সিটি নিউজের উদ্যোক্তা পরিচালক সৈয়দ সানজীদা আফরীন লগ্ন অনুষ্ঠানে উপস্থিত হলে এক নতুন মাত্রা পায়।
অনুষ্ঠানে বিভিন্ন জেলার প্রতিনিধি ও বিভাগীয় প্রধানরা সিটি নিউজ ঢাকা’র সঙ্গে যুক্ত হতে পেরে উৎফুল্লতা প্রকাশ করেন। এ সময় তারা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে নিজেদের নানা অনুভূতিও প্রকাশ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে তিন বিভাগীয় ব্যুরো প্রধান ও কয়েকজন প্রতিনিধিকে তাদের কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়। ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিকের নিজস্ব তহবিল থেকে এ পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে সিটি নিউজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিক বলেন, ‘আমরা প্রথমে একটা ওয়েবসাইট করার পরিকল্পনা করি। এজন্য গবেষণা সেল গঠন করি। আমরা যে ওয়েবসাইট করতে যাচ্ছি এটা বাংলাদেশে আর একটিও নেই।’
তিনি বলেন, ‘অনলাইন পত্রিকার প্রতি মানুষের এখনো ওইভাবে বিশ্বাস স্থাপন হয়নি। আমরা চাচ্ছি, যেখানে মানুষের অবিশ্বাস, প্রতারণা, আস্থাহীনতা, সেখান থেকে আমাদের বিশ্বাসের শুরু হবে।’
এপ্রিলের প্রথম সপ্তাহে সিটি নিউজ ঢাকা’র যাত্রা শুরু হবে জানিয়ে সৈয়দ আতিক বলেন, ‘আমাদের পোর্টাল হবে কন্টেন্টভিত্তিক। কন্টেন্টকে পুঁজি করে আমরা সামনে এগিয়ে যাবো। আমাদের ওয়েবসাইটটা একেবারেই ইউনিক হবে, যাতে মানুষ কিছু পড়তে পারে। নতুন কিছু পায়।’
সম্মেলনে আসা প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কারো বিরুদ্ধে লেখার দিন শেষ হয়ে গেছে। এখন স্বপ্ন দেখার সময়। আপনারা মানুষকে স্বপ্ন দেখাবেন, আশা দেখাবেন। মানুষকে তথ্য দেবেন। মানুষ এখন তথ্য জানতে চায়। সারা পৃথিবী তথ্যের জন্য মরিয়া এখন। আমরা তথ্যকে তথ্যসন্ত্রাস হিসেবে ব্যবহার না করে তথ্যবান্ধব হিসেবে ব্যবহার করবো। সেজন্য আমরা কাজ করবো।’
সৈয়দ আতিক আশা প্রকাশ করে বলেন, ‘আমরা খবরের ফেরিওয়ালা তা ঠিক আছে, তবে আমরা মানবিক, নীতি-নৈতিকতার অনুভূতিকে কাজে লাগাবো সব সময়। মানবিক বিষয়গুলো তুলে ধরবো। সিটি নিউজের যে পলিসি আছে তার মধ্যে মানবিক বিষয়গুলো বেশি প্রাধান্য পাবে। আমরা মানুষকে স্বপ্ন দেখাবো, আমরা স্বপ্ন ভাঙাবো না।’
তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে অন্যভাবে তুলে ধরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, ‘আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কৃষিবিপ্লব, ডিজিটাল বিপ্লবকে তুলে ধরবো। সিটি নিউজ ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের একটা অংশ হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘আগামী এক বছরের মধ্যে প্রযুক্তি খাতে আমরা এখানে (সিটি নিউজে) পাঁচ শ’ মানুষের কর্মসংস্থান করবো, ইনশাআল্লাহ। দুই বছরের মধ্যে সরকারের যে লক্ষ্যমাত্রা ভিশন-২০২১ আছে, আরও পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান করা, আমরা সরকারকে উপহার দেবো আরও দুই হাজার মানুষ, কর্মসংস্থানের জন্য।’
সিটি নিউজ ঢাকা জেলা প্রতিনিধিদের হাত ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, ‘মা, মাটি ও মানুষের জন্য কাজ করবো আমরা। সাংবাদিকতার মতো মহৎ পেশাই পারে দেশের মানুষের উন্নয়নে কাজ করতে।’
সিটি নিউজের উদ্যোক্তা পরিচালক সৈয়দ সানজীদা আফরীন লগ্ন বলেন, ‘সিটি নিউজ একটি নতুন এবং ব্যতিক্রমধর্মী অনলাইন হিসেবে আত্মপ্রকাশ করছে। যেটি বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে সাড়া ফেলেছে।’
তিনি বলেন, ‘আমরা আমাদের দেশের সংস্কৃতি, স্বাধীনতা-সংগ্রাম- সবকিছু সারা বিশ্বের কাছে আবার নতুনভাবে তুলে ধরতে চাই।’
তিনি সিটি নিউজ ঢাকা’কে নিজের সন্তানতুল্য হিসেবে উল্লেখ করেন। বলেন, ‘আমার দুটি সন্তান। একটি আমার মেয়ে, আরেকটি সিটি নিউজ ঢাকা।’
সৈয়দ সানজীদা আফরীন প্রতিনিধিদের কাছে কিছুদিন সময় চেয়ে বলেন, ‘আমি এই প্রতিষ্ঠানকে (সিটি নিউজ ঢাকা) মসজিদের মতো বানাবো। আর আপনারা ইবাদতের মতো কাজ করবেন। অফিসকে পবিত্রস্থান হিসেবে মনে করবেন সবাই।’
তিনি ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘আমরা একাধারে এটিকে (সিটি নিউজ) পত্রিকা, টিভি, রেডিও ছাড়াও নাটক, সিনেমা, গান প্রচারের মাধ্যম হিসেবে তৈরি করে সব রকমের পাঠক-শ্রোতাদের চাহিদা পূরণ করবো।’
সৈয়দ সানজীদা আফরীন কবিতার ছন্দে বলেন, ‘এসেছি আমরা প্রতিজ্ঞা নিয়ে সংবাদ হবে সত্য, এক নিমিষে পৌঁছে দেবো সারা দুনিয়ার তথ্য।’
বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক রেজানুর রহমান বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের খবর পৌঁছে দেয়ার মাধ্যমেই একজন সফল সাংবাদিক হওয়া সম্ভব। এখানে সবাইকে দেখে মনে হচ্ছে এক টুকরো বাংলাদেশ।’
তিনি বলেন, ‘সিটি নিউজ আমার ভালো লাগে এই জন্য যে, তারা তাদের পরিচয়টা একেবারে নতুন করে তৈরি করার চেষ্টা করছে।’
সিটি নিউজ ঢাকা’র সম্পাদক মু. আ. কুদ্দুস বলেন, ‘দেশে অনেক অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। সিটি নিউজ ঢাকা সবার থেকে আলাদা। সবার যেখানে শেষ, সিটি নিউজ সেখান থেকে তাদের কাজ শুরু করবে।’
তিনি বলেন, ‘আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে এসেছি। সিটি নিউজ বড় একটি স্বপ্ন নিয়ে এসেছে। আমরা আমাদের মেধা, যোগ্যতা, বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিস্ফোরণ ঘটাতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ