টাঙ্গাইল,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার ০৩ জুন ২০১৮: জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি’র আওতায় ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে টাঙ্গাইল জেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রম উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ জুন) দুপুরে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের উদ্যোগে রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় জেনারেল হাসপাতালের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. শরীফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, বিএমএ সভাপতি ডা. সৈয়দ ইবনে সাঈদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এস এম আওয়াল হক প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জুর হাসান তালুকদার।
সভায় টাঙ্গাইলের ১১টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।