শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলে বাসচাপায় কলেজছাত্রের মৃত্যু

বর্তমানকণ্ঠ ডটকম / ৯ পাঠক
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ভূঞাপুর লিং রোডে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্রের নাম মো. ইমন মিয়া (১৭)। সে কালিহাতী উপজেলার এলেঙ্গা রাজাবাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে ও শামছুল হক কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আহতরা হচ্ছেন একই এলাকার সামাদ মিয়ার ছেলে শাওন মিয়া (১৮) ও হাশেম মিয়ার ছেলে আসিফ মিয়া (১৯)।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুসফিকুর রহমান জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পাড় হচ্ছিল। এসময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. ইমন মিয়া নিহত হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় শাওন ও আসিফকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ