বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: শাকিব খান-অপু বিশ্বাসের বিয়ে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে দেশীয় শোবিজ অঙ্গনে চলছে বেশ আলোচনা-সমালোচনা। গোপন বা ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশিত হয়েছে দেশের অধিকাংশ মিডিয়াতে। অথচ নিজেদের ডিভোর্সের কথা নাকি জানেন না স্বয়ং অপু বিশ্বাস! শাকিব খান ও তার বিয়ে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অপু বিশ্বাস অকপটে বললেন ইত্তেফাককে।
তিনি বলেন, ‘আমার বিয়ে বিচ্ছেদের খবর বিভিন্ন অনলাইনে প্রচার হয়েছে, সংবাদপত্র-টিভিও বাদ নেই। অথচ আমিই জানি না। আমি ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়ে আমার বিয়ে বিচ্ছেদের খবর জানতে পারি! সবগুলো খবরই ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রকাশিত। এ ঘনিষ্ট সূত্র কারা? গোপন সূত্রটা কি আমি জানি না। কারণ আমি অভিনয়শিল্পী। অভিনয় কিভাবে করতে হয় তা বলতে পারবো। শাকিব বর্তমানে দেশের বাইরে শুটিং নিয়ে ব্যস্ত আছে। এ বিষয় সে বা তার পরিবার আমাকে কিছু বলেনি। আমিও এ বিষয়ে কিছু বলতে চাই না।’
অপু আরও বলেন, ‘সন্তান সংসার নিয়ে ভালো আছি। আপাতত এর বাইরে কিছু ভাবছি না। ডিভোর্সের খবরটি সংবাদেই প্রথম দেখেছি। আমি বা শাকিব এ বিষয়ে কিছু জানি না। অনলাইন, পত্রিকাতেই আমাদের ডিভোর্সের খবর প্রথম দেখলাম। আরেকটা কথা হচ্ছে, কাজের সাথে ক্যারিয়ার যুক্ত। আর পারিবারিক জীবন একেবারে ব্যক্তিগত। যে কারণে এখানে একটা কাজের জন্য অন্য একটি কাজ বাধা হতে পারে না।’
শাকিব খানের সাথে আপনাকে কি আর পর্দায় দেখা যাবে না? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘আমাদের জুটিটা অনেক জনপ্রিয় জুটি। আমরা জুটি বেঁধে ৫৬টি ছবি করেছি। আর কত! ৫৬টি চলচ্চিত্র একটা বিশাল ব্যাপার। জুটি বেঁধে একসঙ্গে এত ছবি আমার মনে হয় রাজ্জাক আঙ্কেল, শাবানা ম্যাডাম, কবরী ম্যাডাম বা অন্যরা করেননি। সুতরাং এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। আমাদের জুটিকে দর্শক গ্রহণ করেছেন এটা অনেক বড় বিষয়। কিন্তু সেটা তো সবসময় ধরে রাখা সম্ভব নয়।’
অপু সম্প্রতি দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। একটি কাঙ্গাল, অন্যটি কানাগলি। ছবিগুলো প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিগুলোর গল্প আমার পছন্দ হয়েছে, তাই চুক্তিবদ্ধ হয়েছি। ছবিগুলোর জন্য আমার প্রস্তুতি প্রায় শেষের দিকে। তবে চেষ্টা করছি আরও ওজন কমানোর। কাঙ্গাল ছবিটির শুটিং কিছুদিনের মধ্যে শুরু হবে। আর কানাগলির শুটিং শুরু হতে কিছুটা সময় লাগবে।’