প্রবাস ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম:
তুরস্কে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৭ জন অভিবাসীপ্রত্যাশি নিহতের ঘটনায় কোনও বাংলাদেশি নেই বলে জানিয়েছেন তুরস্কে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ রইস হাসান সরোয়ার।
তিনি জানান, আজকে ভান অঞ্চলের অভিবাসন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন প্রাথমিক তদন্তে তারা কোনও বাংলাদেশির মৃতদেহ পায়নি। নিহতদের মধ্যে ১৭ জনের মধ্যে ১৬ জনই আফগান।
বৃহস্পতিবারের (১৮ জুলাই) এ ঘটনায় ৫০ যাত্রী আহত হলেও তাদের মধ্যেও কোনও বাংলাদেশিকে পাওয়া যায়নি বলেও জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।
অবৈধ অভিবাসীবাহী বাসটি বৃহস্পতিবার (১৮ জুলাই) দেশটির পূর্বাঞ্চলের ভ্যান প্রদেশের সঙ্গে ওজালপ জেলার সংযোগকারী একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই ফরাসি বার্তা সংস্থা এএফপি ও তুরস্কের ইংরেজি দৈনিক ডেইলি সাবাহ জানায়, নিহত ও আহতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিক রয়েছেন।