নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শুক্রবার,২০ এপ্রিল ২০১৮: তথ্যমন্ত্রী হাসানুল বলেছেন, দেশকে এগিয়ে নিতে সৎ ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বড় প্রয়োজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির পুষ্পগুচ্ছ হলে আব্দুল মোনেম লিমিটেড আয়োজিত তিন দিনব্যাপী আইসক্রিম উৎসব ‘ইগলু আইস ফেস্ট’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আয়োজক সংস্থার উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাইন উদ্দিন মোনেম সভাপতিত্ব করেন। সূচনা বক্তব্য দেন ইগলু আইসক্রিমের প্রধান নির্বাহী কামরুল ইসলাম।
তথ্যমন্ত্রী তার বক্তব্যে আয়োজক সংস্থার প্রধান আব্দুল মোনেমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তার মতো দেশবরেণ্য শিল্প উদ্যোক্তা এবং সৎ বিনিয়োগকারী ব্যবসায়ীরা দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে ভূমিকা রেখে চলেছেন, তা অনুসরণীয়।’
তিনি আরো বলেন, দেশের উন্নয়নের সাথে সাথে ভোক্তাগোষ্ঠীর যে উত্থান ঘটছে, তাদের রুচি ও চাহিদার সাথে সামঞ্জস্য রেখে উৎপাদন বৃদ্ধিতে যে নতুন নতুন কল-কারখানা গড়ে উঠছে, সেখানে সৎ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের অবদান দেশকে আরো সমৃদ্ধ করবে।
হাসানুল হক ইনু এ সময় রাজনীতির প্রসঙ্গে আইসক্রিমের উদাহরণ টেনে বলেন, ‘দেশে রাজনীতির আইসক্রিম ক্রমেই সুস্বাদু হয়ে উঠছে, কারণ অন্তর্ঘাত-নাশকতার পথ ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে এবং গণতন্ত্রের সুফলপ্রাপ্তি ক্রমেই ব্যাপকতর হচ্ছে।’
১৭ এপ্রিল মুজিবনগর দিবসের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আজ দেশের কারখানাগুলোতেই উন্নতমানের ভোগ্যপণ্য উৎপাদন সম্ভব হচ্ছে। ইগলুরই রয়েছে ৯৫ ধরনের আইসক্রিম, ফলে আইসক্রিম কোনো বিলাসী পণ্য নয়, বরং তা রয়েছে সকলের নাগালের মধ্যে।’
শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এ উৎসবে হরেকরকম আইসক্রিমের পাশাপাশি শিল্পী শাফিন আহমেদ, মিলা ও মিনার একক সংগীত এবং ওয়ারফেজ, ভাইকিংস ও আর্টসেল পরিবেশন করছে ব্যান্ডসংগীত।