সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

ধানের চারা খেলো হাঁস, বাকিটা ইতিহাস

বর্তমানকণ্ঠ ডটকম / ১২ পাঠক
সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

ব্রাহ্মণবাড়িয়া ,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার,২৫ ডিসেম্বর ২০১৭: হাঁস ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার থলিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে ওই গ্রামের খামারি কুদ্দুস মিয়ার কয়েকটি হাঁস একই গ্রামের সবুর মিয়ার ধানক্ষেতে গিয়ে ধানের চারা খেয়ে ফেলে। এনিয়ে সবুরের সঙ্গে কুদ্দুসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৬ জন আহত হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জিয়াউল হক জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোষীদের বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ