নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম ভোলাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরার মন্ত্রণালয়। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। একই সাথে তাঁকে চেয়ারম্যান পদ হতে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবেনা মর্মে ১০ দিনের মধ্যে কারণ জানতে চাওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিংড়া থানায় দায়েরকৃত মামলা নং ০২, তারিখ ০১.০১.২০২০ বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তাঁর নিজ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, অনলাইনে প্রজ্ঞাপন ও কারণ দর্শনোর নোটিশ দেখেছি। মারপিটের ঘটনায় আমি জড়িত নই।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু জানান, এ বিষয়ে আমি এখনো কোনো চিঠি পাইনি। তবে চিঠি ইস্যু হয়েছে। স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, এ বছরের ১লা জানুয়ারি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মতিয়ার রহমান মিলনকে মারপিটের মামলায় গ্রেফতার হন চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা।