শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন

নাটোরে বিকাশ প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

বর্তমানকণ্ঠ ডটকম / ৬ পাঠক
সোমবার, ৬ এপ্রিল, ২০২০

অমর ডি কস্তা, বর্তমানকন্ঠ ডটকম, নাটোর : নাটোরে ফেসবুকের আইডি হ্যাক করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারক চক্রের মূল হোতা ফজলে রাব্বিকে গ্রেফতার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)। রবিবার দুপুরে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত রাব্বী সিংড়া উপজেলার পাঁচতিরাইল গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফেসবুক আইডি হ্যাক করে ফজলে রাব্বি।পরে হ্যাককৃত আইডি ব্যবহার করে বিকাশের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিতো সে ও তার চক্রের সদস্যরা। সম্প্রতি সরকারের এক উচ্চপদস্থ ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা ফজলে রাব্বিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করে এনএসআই। গ্রেফতারকৃত রাব্বির বিরুদ্ধে আইসিটি আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ