বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন

নারী কেলেংকারিতে ৩ ছাত্রলীগ নেতাকে জুতাপেটা

বর্তমানকণ্ঠ ডটকম / ৪ পাঠক
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার,১৮ ডিসেম্বর ২০১৭: নারী কেলেংকারির ঘটনায় বরগুনার পাথরঘাটা উপজেলায় ৩ ছাত্রলীগ নেতাকে জুতাপেটা করা হয়েছে।

এ ধরনের কাজ দ্বিতীয়বার করলে জুতার মালা গলায় দিয়ে গ্রামে ঘুরানো হবে বলে মুচলেকা রেখে ছেড়ে তাদের দেয়া হয়।

রোববার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খলিল খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

ধরা পড়া ৩ ছাত্রলীগ নেতা হচ্ছেন- পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. জিসান, ছাত্রলীগের উপক্রীড়াবিষয়ক সম্পাদক নাইম ও সদস্য রাব্বী।

ওই এলাকার ইউনিয়নের মেম্বর নাসির উদ্দিন নাজির জানান, পাথরঘাটা ডিগ্রি কলেজের ছাত্র জিসান ও কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীর মধ্যে ফেসবুকের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তারা রাতে চ্যাটিং করছিল। এ সময় জিসান জানতে পায় ছাত্রীর মা-বাবা বাড়িতে নেই।

এই সুযোগে জিসান তার বন্ধুদের নিয়ে রাতে ওই ছাত্রীর বাড়িতে যায়। মা-বাবা মনে করে ওই ছাত্রী দরজা খুলেই তাদের দেখে চিৎকার করে। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে কাকলীকে উদ্ধার ও ৩ ছাত্রলীগ নেতাকে আটক করে।

পরে রাত ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের সিনিয়র ৪ নেতা ওয়াসিম, শামীম, রাহাত ও শাকিল গিয়ে জুতাপেটা করে সামাজিক বিচারের মাধ্যমে তাদের ছাড়িয়ে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ