শ্রী অরবিন্দ ধর,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার,০৮ জুলাই ২০১৮: নেত্রকোণা জেলা প্রেসক্লাবের ৩য় তলায় মিলনায়তনে আজ বৃহস্পতিবার নেত্রকোণা প্রতিনিধি ভজন দাসের উদ্যোগে এন টিভি চ্যানেল এর ১৬ বছর পূর্ত্তি অনুষ্টান ভিন্ন আঙ্গিকে ছারাগাছ বিতরনের মধ্যদিয়ে আনন্দঘন পরিসরে অনুষ্টিত হয়।
এতে প্রেসক্লাবের সহসভাপতি মুক্তিযুদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ১ম পর্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মুক্তিযুদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার শ্রী জয়দেব চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সহ যুগ্ন সম্পাদক শ্রী প্রশান্ত কুমার রায় ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ সভাপতি শ্রী কেশব রঞ্জন সরকার, জেলা আওয়ামী নেতা অধ্যাপক গোলাম রসুল তালুকদার, সাবেক প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, নারীনেত্রী তাহেজা বেগম, রেডক্রিসেন্ট সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সানোয়ার হোসেন ভূইয়া, কমরেড আনিসুর রহমান।
জেলার কর্তব্যরত ইলেকট্রিক মিডিয়া, অনলাইন, ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ ছাত্র -ছাত্রীদের মধ্যে প্রতিনিধি একজন।
শেষ পর্বে ছাত্র -ছাত্রীদের হাতে একটি করে নানাজাতের ছারা গাছ বিতরন করেন অতিথিবৃন্দ।
অবশেষে এক আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে জেলাপ্রতিনিধি শ্রী ভজন দাসের ভূয়সী প্রশংসা করে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি। পরিচালনা করেন সাহিত্য সমাজের সাধারন সম্পাদক সাইফুল্লা এমরান।