1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৮ পূর্বাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

নেত্রকোণায় নির্ভয় খেলাঘর আসরের সন্মেলন শেষে কমিটি গঠন

বর্তমানকণ্ঠ ডটকম
  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

শ্রী অরবিন্দ ধর । বর্তমানকন্ঠ ডটকম:
“মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল “এ শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণা নিউটাউন” নির্ভয় খেলাঘর আসর “এর উদ্যোগে বারহাট্টা রোডস্থ লতিফা আব্বাস মহিলা মাদ্ রাসা মিলনায়তনে আজ বিকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্মেলন অনুষ্টিত হয়।

এতে সন্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা খেলাঘর আসরের উপদেষ্ঠা আইনজীবী গীতিকার মো: হেলাল উদ্দীন, নির্ভয় খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা নেত্রকোণা জেলা খেলাঘর আসরের আহ্বায়ক ও কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য সাংবাদিক শ্রী অরবিন্দ ধর, নেত্রকোণা জেলা খেলাঘর আসরের যুগ্ন আহ্বায়ক সাবেক প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান।

নির্ভয় খেলাঘর আসরের উপদেষ্ঠাদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক হুমায়ুন কবীর আহমেদ, জাহানারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলী চক্রবর্তী, দত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মলি বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্ভয় খেলাঘর আসরের সাবেক সভাপতি ইউ,টি, তানভীর করিম সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া খান রিজন,সাবেক সহ সম্পাদক অভিজিৎ সাহা শান্ত। সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি ইউ,টি, তানভীর করিম ও সঞ্চালনায় ছিলেন সাবেক সহ সম্পাদক অভিজিৎ সাহা শান্ত।

অতিথিগন বক্তব্যে বলেন খেলাঘর একটি অরাজনৈতিক শিশু সংগঠন তবে স্বাধীনতার পক্ষে সংগঠনের কার্যপরিচালনা করাই একান্ত দায়িত্ব। অতপর বাঙ্গালী সংস্কৃতি লালন, ন্যায়, নীতি আদর্শ মননের মাধ্যমে স্বদেশ প্রেমে, দুর্নীতি, সন্ত্রাস, ও সর্বনাশা মাদক বিরোধী চেতনায় শিশু -কিশোরদের উজ্জীবিত করাই খেলাঘর সংগঠকদের মূল দায়িত্ব।

এখানে চাওয়া -পাওয়ার কিছু নেই। শিশু- কিশোরাই আগামীর বাংলাদেশ। তাদের সুনাগরিক হিসাবে গড়ে তোলাই খেলাঘরের সাংগঠনিক কার্যক্রম। প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সর্বসন্মতিক্রমে জাকারিয়া খান রিজনকে সভাপতি ও অভিজিৎ সাহা শান্তকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নির্ভয় খেলাঘর আসরের নব নির্বাচিত কমিটি গঠিত হয়। অবশেষে কমিটির সকলকে খেলাঘরের শপথনামা পাঠ -করান কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা খেলাঘর আসরের আহ্বায়ক সাংবাদিক শ্রী অরবিন্দ ধর।

আমরা কারা শান্তির পায়রা – খেলাঘর চায় কি শিক্ষা শান্তি -পাড়ায় পাড়ায় খেলাঘর গড়ে তোল গড়ে তোল এসব শ্লোগানে মুখরিত করে তোলে সন্মেলনের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি ইউ,টি, তানভীর করিম।




এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By

Privacy Policy

Theme Customized BY WooHostBD