বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

নেত্রকোণায় বাস চাপায় নিহত দুই , চালকসহ আহত চারজন

বর্তমানকণ্ঠ ডটকম / ৪ পাঠক
সোমবার, ২২ জানুয়ারি, ২০১৮

শ্রী অরবিন্দ ধর, বর্তমানকন্ঠ ডটকম,সোমবার,২২জানুয়ারী ২০১৮: নেত্রকোণার কেন্দুয়ায় বাসচাপায় দুইজন সিএনজি চালিত অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন। চালকসহ আহত হয়েছেন আরো চারজন।
সোমবার সকাল পৌনে আটটার দিকে এই দুর্ঘটনা হয়েছে। আহতদেরকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হতাহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছেন।

নিহত ব্যক্তি হচ্ছেন- কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাছহার গ্রামের বড়বাড়ির আঞ্জু মিয়া (৪৮)।

কেন্দুয়া থানার পরিদর্শক জানান, চট্রগ্রাম থেকে নেত্রকোণার কেন্দুয়া হয়ে কলমাকান্দার উদ্দেশ্যে সুখি এন্টারপ্রাইজ নামের একটি বাস ছেড়ে আসে। অপরদিকে কেন্দুয়া থেকে আঠারবাড়ির উদ্দেশ্যে যাত্রী বোঝাই একটি সিএনজি চালিত আটোরিক্সা ছেড়ে যায়। পথিমধ্যে কেন্দুয়া পৌর শহরের চকপাড়া হ্যালিপ্যাডের কাছে অটোরিক্সাটি পৌঁছলে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রী নিহত হন।
পরিদর্শক আরো জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ