বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

নেত্রকোণা নরসিংহ জিউর আখড়ায় ৭২ প্রহর ব্যাপী যুগধর্ম নাম সংকীর্তনে নবদ্বীপধাম আস্বাদন

বর্তমানকণ্ঠ ডটকম / ৪ পাঠক
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

শ্রী অরবিন্দ ধর, বর্তমানকন্ঠ ডটকমঃ ” যেথায় হয় নামসংকীর্তন -তথায় নদীয়ার লীলানিকেতন ” এ ভাবধায় নেত্রকোণায় ৯ দিন ব্যাপী হরিনাম যঞ্জে নবদ্বীপ ধাম -আস্বাদন -সংকীর্তনে নামরূপী কৃষ্ণের রাসানুভবে ভক্ত ভগবানের মিলন শরনাগত কৃষ্ণভক্তের প্রাণে -প্রাণে।

জেলার সর্ববৃহৎ, প্রাচীনতম, ধর্মীয়উৎসবানন্দে, ঐতিহ্যবাহী নরসিংহ জিউর আখড়ায় শ্রীকৃষ্ণের পূর্নিমা উপলক্ষে ৭২ প্রহরব্যাপী (৯ দিন)
এ জীবের শান্তি -মুক্তির একমাত্র পথ – শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন বিশ্ব শান্তি কল্পে আজ সোমবার সম্পন্ন হয়।
শরনাগত কৃষ্ণভক্ত, নামানন্দের প্রেমোচ্ছ্বাসে ” মানব কল্যান প্রয়াসই সকল ধর্মেীয় উৎসবের মূলাধার ” এবং যুগে -যুগে ভক্ত -ভগবানের লীলা আস্বাদন কলিতে সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র তারকব্রহ্ম নাম সংকীর্তন শ্রবন -কীর্তন ও জপের মাধ্যমে সম্ভব ।
তা নদীয়ার ভাবতরঙ্গে, পঞ্চরসে, পঞ্চভাবে, পঞ্চতত্ত অনুভবে -১১৬ বছরের পুরনো নরসিংহ জিউর আখড়ায় -৬৫ তম বর্ষ হরিনাম সংকীর্তনে অনুভুত হয়।

হাজার -হাজার কৃষ্ণভক্ত বৈষ্ণব , যুবক, আবাল বৃদ্ধ -নর -নারী সর্বশ্রেণীর মানুষের সমাগমে নামের পরমানন্দে কীর্তনীয়াদের আবেগপ্লুত সুরেলাকন্ঠে মিষ্ট -মধুর -মাধুর্যরসের কলতানে -খোল -করতাল সহ বিভিন্ন বাদ্যযন্ত্রে নামের উচ্ছস্বর ধ্বনীতে -সকলের প্রাণ -মনে এক নবতীর্থ ভূমিতে পরিনত হয় এ আখড়া পরিমন্ডল।
সংকীর্তন পরিচালনা কমিটির সভাপতি আইনজীবী শ্রী সিতাংশু বিকাশ আচার্য চৌধুরী প্রতিবেদক কে জানান এ বছর আমাদের কমিটির সকলেই আত্মপ্রনোদিত হয়েই ভক্তিরসে অক্লান্তপরিশ্রমের মাধ্যমে সার্বিক দায়িত্ব পালন করেছে। আরো বলেন সংকীর্তন শুরু হবার পূর্বে গত অক্টোবর মাসব্যাপী শ্রী মদ্ভাগবদ্ গীতা পাঠ চলে।

সম্পাদক শ্রী পংকজ সাহারায় জানান একমাস শ্রীমদ্ভাগবদ্ গীতাপাঠ করেছেন -যশোর জেলার শ্রী রাম প্রসাদ বৈরাগী, গাইবান্দার পাঠক ভক্ত সন্তোষ, এবং শেষ ৩ দিন পাঠক ছিলেন ভারত থেকে আগত
ভাগবত সিদ্ধান্ত কেশরী অধ্যাপক প্রভূপাদ শ্রীল শ্রীযুক্ত গোবিন্দ দাশ গোস্বামী। কুঞ্জসেবার দায়িত্বে ছিলেন জামালপুর জেলার শ্রী ব্রজগোপাল গোস্বামী (কাজল)।

যুগ্ন সম্পাদক শ্রী উৎফল ভট্টাচার্য্যের সাথে কথাবলে জানা যায়
যুগধর্ম নামসংকীর্তন প্রবর্তক পতিত পাবন শ্রীচৈতন্য মাহাপ্রভূ, গৌরারায়ের নির্দেশিত এবং ভক্তগনের অনুভুত ” যেথায় হয় নাম সংকীর্তন – তথায় হয় নদীয়ার লীলানিকেতন ” এ ভাবগাম্ভীর্য মাধুর্যরসে নামসূধা পরিবেশন করেন – বেদবানী সম্প্রদায়-কুমিল্লা, প্রভূপাদ সম্প্রদায় -ফরিদপুর, শ্রী হরি সম্প্রদায় – নেত্রকোণা, সোনারগৌর সম্প্রদায় -সিলেট, কুলেশ্বরী সম্প্রদায় -মোহনগঞ্জ।
সংকীর্তন সমাপনে অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করে ভারতের শিল্পী মিতা মন্ডল -শীলা মন্ডল , ও বগুড়ার তৃষ্ণা দেবনাথ।

লীলা সমাপনে নামকীর্তন সহযোগে নগর পরিক্রমা -ভোগরাগ -ভোগারতি ও মহাপ্রসাদ বিতরনের মধ্য দিয়ে মহোৎসবের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ