শ্রী অরবিন্দধর, বর্তমানকন্ঠ ডটকমঃ কলমাকান্দা থেকে নেত্রকোণা গামী যাত্রীবাহী একটি বাস মোহনগঞ্জ -নেত্রকোণা সড়কে কান্দুলিয়া নামক স্থানে দুর্ঘটনার শিকার হয়। স্বরেজমিন দেখাযায় বুধবার দুপুরে ফাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধান খেতে একদম উল্টে পড়ে রয়েছে। পিনাক এন্টার প্রাইজ নামক বাসটির নম্বর হচ্ছে , খুলনা -ব -৬১ । স্রষ্ঠার অশেষ করুনায় দুর্ঘটনাস্থলে যাত্রীগন প্রাণে বেঁচে যায়।
২৫ জন আহতদের তাৎক্ষনিক নেত্রকোণা আধূনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ লেখাপর্যন্ত হাসপাতালে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। উপস্থিত আইনজীবী রেজাউল করিম ও জনসাধারন জানান বাসের পরিচালক মদখোর নতুবা এ সময় ফাঁকা রাস্তায় এ ভাবে বাসটি উল্টে যেতে পারে না। কাজেই মদ খেয়ে ড্রাইবারদের বাস -ট্রাক চলানোর ক্ষেত্রে পরিবহন মালীক সমিতির কর্মকর্তাদের উপর প্রশাসনের কঠোর আইন প্রয়েগ করা প্রয়োজন।