বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

নেত্রকোনায় কোটা বহালসহ ১১দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

বর্তমানকণ্ঠ ডটকম / ৫ পাঠক
মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮

নেত্রকোনা সংবাদদাতা-
বর্তমানকণ্ঠ ডটকম:
শতকরা ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ১১দফা দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের মোক্তারপাড়াস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে ‘নেত্রকোনা মুক্তিযুদ্ধ মঞ্চ’-এর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি শামছুজ্জোহা, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল আমীন তালুকদার, ডেপুটি কমান্ডার আব্দুল মতিন, সদর উপজেলা কমান্ডার আইয়ুব আলী খান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খাইরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক গাজী মুর্তুজা হোসেন কামালসহ জেলা ও উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধাগণ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

পরে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ১১ দফা দাবিতে জেলা প্রশাসক মঈনউল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ