নিউজ ডেস্ক | বর্তমানকন্ঠ ডটকম:
ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে লজ্জাজনক হারের পর পদত্যাগ করার প্রস্তাব দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাহুল গান্ধী লোকসভা নির্বাচনে কংগ্রেসের এ ভরাডুবির জন্য নিজের দায় স্বীকার করে তার মা সোনিয়া গান্ধীসহ দলের দায়িত্বশীল একটি অংশের কাছে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন।
অবশ্য রাহুল গান্ধীর এ পদত্যাগের খবর উড়িয়ে দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং।
কংগ্রেসের একটি সূত্রকে উদ্ধৃতি করে ইন্ডিয়া টুডে জানায়, রাহুল গান্ধীর পদত্যাগের প্রস্তাব নিয়ে আলোচনা করতে আগামী এক সপ্তাহের মধ্যেই আলোচনায় বসতে পারে দলটির কার্যকরী কমিটি।