শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

পাক লেগ স্পিনার আবদুল কাদির আর নেই

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক লেগ স্পিনার আবদুল কাদির খান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। শুক্রবার লাহোরে তার মৃত্যু হয়।

আবদুল কাদিরের ছেলে সালমান কাদির বলেন, হৃদরোগে আক্রান্ত হলে তার বাবাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

লেগ স্পিনার আবদুল কাদির খান পাকিস্তানের হয়ে ৬৭টি টেস্ট ও ১০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবনে বিশেষ স্টাইলে বোলিং করতেন বলে ড্যান্সিং বোলার হিসেবে পরিচিতি পান তিনি।

কাদির খানের টেস্ট অভিষেক হয় ১৪ ডিসেম্বর ১৯৭৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে। আর একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয় ১১ জুন ১৯৯৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ