নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারী ২০১৮: ফরিদপুর সদর ও ভাঙা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সদর উপজেলার ধুলদী এবং ভাঙা উপজেলার পুলিয়াবাজার এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলদী এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা যান।
এদিকে জেলার ভাঙা উপজেলার পুলিয়াবাজার এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে দুটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে একটি ট্রাক ঘোরানোর সময় পেছন থেকে ইটবাহী আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজন ট্রাক শ্রমিক নিহত হন। এ ছাড়া ভাঙা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর আরো একজন মারা যান।