শাহজাহান হেলাল ফরিদপুর, বর্তমানকন্ঠ ডটকম, ফরিদপুর : এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ মঙ্গলবার ১৩ এপ্রিল সন্ধ্যায় মাটি কাটা বন্ধের নির্দেশ দেন।
বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগরে অবস্থিত ন্যাশনাল অটো ব্রিকসের বিরুদ্ধে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ভোতনের মাঠ থেকে সরকারি নির্দেশ অমান্য করে গত দুই বছর ধরে ইট ভাটার জন্য মাটি কেটে আসছে। প্রতিদিন ১০ চাকা ও ৬ চাকার মাটি টানার ড্রাম ট্রাক দিয়ে পাশ্ববর্তী অন্যের জমির ওপর দিয়ে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত মাটি নিয়ে যায়। এতে অন্যের জমি, পাশ্ববর্তী রাস্তা ও ফসলের ক্ষতি সাধিত হয়ে আসছে।