শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

ফেসবুকে অনিকের শেষ স্ট্যাটাস কী ছিল?

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার,২১ জানুয়ারী ২০১৮: অনলাইন সামাজিক যোগযোগ মাধ্যমে অক্সিজেন আর আয়নার মতোই নিজেকে সরল হিসেবে উল্লেখ করেছে মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজ। মৃত্যুর একদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ‘তোর জন্য চিঠির দিন……’ শিরোনাম দিয়ে ‘তোর জন্য-২ ওপেনটি বাইস্কোপ’ সিনেমার একটি ফ্যানপেজ শেয়ার করেছিলেন তিনি।

শনিবার ভোর ৪টা ৫ মিনিটে ‘তোর জন্য চিঠির দিন……’ শিরোনামে এই স্ট্যাটাস দেন এই তরুণ।
এখন সেই স্ট্যাটাসের নিচেই জমা হচ্ছে একের পর এক শোক বার্তা (https://www.facebook.com/aneek.aziz) ।

রোববার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউর সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) থেকে সাতক্ষীরা-১ আসনের এমপির ছেলে অনিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

অনিকের খবর শুনে হারুন ভুইয়া নামের এক ফেসবকু ব্যবহারকারী ওই পোস্টের নিচে লিখেছেন, ‘ভাই তুমি চলে গেলে না ফেরার দেশে। কী এমন কষ্ট ছিল অকালেই তোমাকে চলে যেতে হলো।’

অনিকের মৃত্যু সংবাদ নিয়ে নাহিদ হাসান সৈকত লিখেছেন, ‘এটা কী করে সম্ভব, বিশ্বাস হচ্ছে না, এত প্রাণ উৎচ্ছ্বাস কেউ আত্মহত্যা করবে।’

রোববার সকালে ৫ নম্বর ন্যাম ভবনের ৬০৪ নম্বর কক্ষ থেকে অনিকের লাশ উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস (জিজি বিশ্বাস) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শেরেবাংলা নগর থানার এসআই শফিকুর জানান, রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটের কেবল (তার) গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে ছিল অনিকের লাশ। এছাড়া তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ