শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরনের স্বীকৃতি অর্জন

বর্তমানকণ্ঠ ডটকম / ১১ পাঠক
বুধবার, ২১ মার্চ, ২০১৮

কাজী ওসমান মোরশেদ,বর্তমানকণ্ঠ ডটকম, বুধবার,২১ মার্চ ২০১৮:
সল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক। জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

জেলা তথ্য কর্মকর্তা মো. আবদুল্যা আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।
লিখিত বক্তব্যে জেলা তথ্য কর্মকর্তা মো. আবদুল্যা আল মামুন বলেন, জাতিসংঘের তথ্য মতে বর্তমানে বিশ্বের সর্বমোট ৪৭টি দেশ স্বল্পোন্নত দেশের তালিকায় রয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় ১৯৭৫ সালে। স্বল্পোন্নত দেশ নিয়ে জাতিসংঘের প্রতিষ্ঠানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল গত ০৯-১৩ মে ২০১১ ইং তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশ সমূহের ৪র্থ জাতিসংঘ সম্মেলনে অংশ গ্রহন করেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আর্থ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। এরই সুবাদে বিগত ১২-১৬ মার্চ ২০১৮ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত সিডিপি এর ত্রি-বার্ষিক পর্যালোচনা সভায় বাংলাদেশ প্রথমবারের মত আনুষ্ঠানিক ভাবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সকল মানদন্ড পূরণের স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে।
এদিকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরনের স্বীকৃতি পাওয়ায় ৫দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষনা দেওয়া হয়। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ