নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮: ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী জোড়া বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৬ জন নিহত ও আরও ৬৫ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন।
এ ব্যাপারে মেজর জেনারেল সাদ মান বলেন, সোমবার সকালে শহরের তায়রান স্কয়ারে ব্যস্ত সময়ে ওই হামলার ঘটনা ঘটেছে।তিনি আরও বলেন, দুই ব্যক্তি এই আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। এসময় আরো ৬৫ জন আহত হয়েছেন। শ্রমিকরা কাজের জন্য এই এলাকায় জড়ো হয় বলে সেখানে সকালবেলা ভিড় ছিল বলেও জানান তিনি।
এদিকে এখন পর্যন্ত কোনো গ্রুপই এই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট