বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

বাঙালীর জাতিরাষ্ট্র গঠনে নারীদের অংশগ্রহণে মমতাজ বেগমের অবদান অবিস্মরণীয় — মোস্তাফা জব্বার

বর্তমানকণ্ঠ ডটকম / ৪ পাঠক
সোমবার, ১৮ মে, ২০২০

বর্তমানকন্ঠ ডটকম : জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।

মন্ত্রী ১৭ মে রবিবার এক শোকবার্তায় বলেন, অধ্যাপক মমতাজ বেগম ছিলেন বাঙালীর জাতি রাষ্ট্র গঠনের একজন সাহসী যোদ্ধা। বায়ান্নোর ভাষা আন্দোলন, ছেষট্রির ছয়দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে তার গৌরবোজ্জ্বল অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এসব আন্দোলনে তিনি যে কেবল একা অংশ নিয়েছেন তাই নয়, বরং মেয়েদের অংশগ্রহণের জন্য নেতৃত্ত্ব দিয়েছেন ও অভিভাবকের দায়িত্ব পালন করে তাদের যোদ্ধা হবার পরিবেশ সৃষ্টি করেছেন। তার নেতৃত্ত্বে বাংলাদেশ ছাত্রলীগের তরুণীরা যেভাবে একাত্তরের মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে অংশ নিয়েছে সেটি ছিলো অবিস্মরণীয়। মন্ত্রী বলেন, যুদ্ধোত্তর কালেও মমতাজ বেগম দেশ গঠনে ও মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষে অকুতোভয় লড়াই করেছেন। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশে মুক্তিযুদ্ধের ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত নারীদের পুনর্বাসনের জন্য গঠিত নারী পুনর্বাসন বোর্ডের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নারী উন্নয়নে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ নারীর ক্ষমতায়নে একজন বীর সেনানীকে হারাল। তার শুন্যতা পূরণ হবার নয়।

মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ