সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

বিপিএলে শিরোপা জয়ী ইনিংস খেলে ঘড়ি উপহার পেলেন তামিম

বর্তমানকণ্ঠ ডটকম / ১৭ পাঠক
সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯

ক্রীড়া ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ব্যাটিং তাণ্ডব চালান তামিম ইকবাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ওপেনার ৬১ বলে ১০টি চার ও ১১টি দৃষ্টি নন্দন ছক্কার সাহায্যে অপরাজিত ১৪১ রান করেন তামিম। বিপিএল ফাইনালে বিধ্বংসী ইনিংস খেলার উপহার হিসেবে প্রায় ৬ লাখ টাকা মুল্যের একটি ঘড়ি উপহার পেয়েছেন তামিম।

সদ্য শেষ হওয়া বিপিএলের ফাইনালে তামিমের ঝড়ো ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে কুমিল্লা। টার্গেট তাড়া করতে নেমে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস শেষ পর্যন্ত ১৮২ রান তুলতে সক্ষম হয়। ১৭ রানের জয়ে ২০১৫ সালের পর দ্বিতীয়বার ট্রফি ঘরে তুলল কুমিল্লা।

বিপিএল ফাইনালে অসাধারণ এক ইনিংসে খেলায় তামিম ইকবালকে ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবাইদুল করিম ৬০ হাজার ইউএস ডলারের একটি ঘড়ি উপহার দেন। সঙ্গে একটি শুভেচ্ছা বার্তাও পাঠান তিনি।

সেই উপহার পেয়ে উচ্ছ্বসিত তামিম ওবাইদুল করিমকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে লেখেন, ‘চিঠির কথাগুলো আমাকে ছুঁয়ে গেছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ধন্যবাদ সালমান ভাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ