শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

বিমানবন্দরে স্বর্ণ নিয়ে আটক অভিনেতা মোশাররফ!

বর্তমানকণ্ঠ ডটকম / ৮ পাঠক
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০১৮

বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,বৃহস্পতিবার,১৮ জানুয়ারী ২০১৮: সদ্য মধ্যপ্রাচ্য থেকে ফেরা মোশাররফ করিম ফিরেছেন খালি হাতে। যাও ছিলো ধারদেনা শোধ করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন। এই দুর্দিনের মধ্যে তার সাথে বিয়ে ঠিক হয় মেহজাবীনের। সংসার ও জীবন গোছাতে প্রয়োজন হয়ে পড়ে অনেক টাকার। কোন পথ না পেয়ে মোশাররফ জড়িয়ে পড়েন স্বর্ণ চোরাকারবারি দলের সঙ্গে।

নিয়মিত চলতে থাকে তার এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে স্বর্ণ পাচার। কিন্তু সে ভুলে গিয়েছিলো ‘চোরের দশদিন গেরস্থের একদিন’। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার সদস্যদের কাছে আটক হন তিনি। তারপর মোশাররফের ভাগ্যে কী ঘটলো, তা জানতে হলে দেখতে হবে টেলিছবি ‘স্বর্ণমানব’।

আগামী ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবসে উপলক্ষে টেলিছবিটি রাত ৮টায় প্রচারিত হবে চ্যানেল আইতে। এটি রচনার পাশাপাশি সার্বিক নির্দেশনায় রয়েছেন ড. মইনুল খান। শাহরিয়ার মাহমুদের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

টেলিছবিটিতে মোশাররফ করিম ও মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন, অপর্ণা ঘোষ, আ খ ম হাসান, রওনক হাসান, আহসান হাবিব, সুজাত শিমুল, খালিদ মাহমুদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ