শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

বীরগঞ্জে চলতি মৌসুমে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্ধোধন করেন এমপি গোপাল

বর্তমানকণ্ঠ ডটকম / ১২ পাঠক
শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শুক্রবার,১৫ ডিসেম্বর, ২০১৭ : দিনাজপুরের বীরগঞ্জে চলতি আমন মৌসুমের চাল সংগ্রহ অভিযানের উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষককের ভাগ্যের উন্নয়ন ঘটাতে বদ্ধপরিকর। বাংলাদেশের মানুষের আর কোন অভাব অনটন থাকবে না।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন এর সভাপতিত্বে ১৫ ডিসেম্বর শুক্রবার বীরগঞ্জ উপজেলায় খাদ্য গুদামে চলতি আমন মৌসুমের আমন চাল সংগ্রহ অভিযান উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. নুর হোসেন নুর, পৌর আওয়ামী লীগের সভাপতি মো মোশারফ হোসেন বাবুল, উপজেলা কৃষি কর্মকতা মো. মোস্তাফিজুর রহমান, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আক্কাছ আহম্মেদ, বীরগঞ্জ উপজেলা খাদ্য গুদাম কর্মকতা মো. মাজেদুল ইসলাম, কবিরাজ হাট খাদ্য গুদাম কর্মকতা হাসনাত জামাল, মিল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, মিল মালিক আলহাজ¦ মোকছেদ আলী প্রমুখ। সহ অন্যান্য নেতৃবৃন্দ । প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় বীরগঞ্জ খাদ্য গুদাম কর্মকতা ও কবিরাজহাট খাদ্যগুদাম কর্মকতা জানান, ৩৯ টাকা কেজি দরে বীরগঞ্জে চুক্তিবদ্ধ ৩৮ জন মিল মালিকের নিকট হইতে ৩৫৬৫ মেঃ টন চাউল সংগ্রহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ