রেজানুল হক রেজু,বর্তমানকণ্ঠ ডটকম, শুক্রবার, ০২ ফেব্রুয়ারী ২০১৮: “নিরাপদ খাদ্যে ভরবো দেশ সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা করা হয়েছে। র্যালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারওয়ার মোর্শেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ,মোঃ জহুরুল হক, সেতাবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দীন, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সাত্তার, খাদ্য গুদামের উপ-সহকারী মোঃ সাখওয়াত হোসেনসহ খাদ্য গুদামের শ্রমিক বৃন্দ অংশ গ্রহন করে।