বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

বোচাগঞ্জে পুকুর থেকে লাশ উদ্ধার

বর্তমানকণ্ঠ ডটকম / ৫ পাঠক
বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮

মোঃ রেজানুল হক রেজু,বর্তমানকণ্ঠ ডটকম,বুধবার, ০৭ ফেব্রুয়ারী ২০১৮: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউপির মুরারীপুর হতে খতিবউদ্দীন (৬০) নামীয় এক লাশ উদ্ধার করা হয়েছে। বোচগঞ্জ থানা সূত্রে জানা যায়,৭ ফেব্রুয়ারী বুধবার বিকালে উপজেলার মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান ফয়জুল হকের বাড়ীর পার্শ্বে ঐ এলাকার এক শিশু ভাসমান অবস্থায় মৃত দেহ দেখতে পায়।

এলাকাবাসী পরে বোচাগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে খতিবউদ্দীন (৬০) লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে। লাশের প্যান্টের পকেটে মোবাইল নম্বর ও ঠাকুরগাও সদরে অবস্থিত সুশ্রী নার্সিং হোমের ভিজিটিং কার্ড পাওয়া যায়। কার্ডে মোবাইল নম্বরে কথা বলে লাশের পরিচয় পাওয়া যায়। মৃত ব্যক্তি সুশ্রী নাসিং হোমের সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরত ছিল। নিয়োগ পথে তার নাম মোঃ খতিবউদ্দীন,পিতা-ভোলা,নিশ্চিন্তপুর,ডাক- কহরপাড়া ঠাকুরগাও বলে ঐ নার্সিং হোমের ম্যানেজার জিলানী এই বর্তমানকণ্ঠ ডটকমকে জানান। পুলিশ মৃত দেহের সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।লাশের শরীরের গালে,বুকে ও গলায় মারাত্মক জখম রয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। মনে করা হচ্ছে ,এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ