অমর ডি কস্তা, বর্তমানকন্ঠ ডটকম, নাটোর : নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩ জন গ্রাম পুলিশকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা চত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পিএএ গ্রাম পুলিশদের মাঝে এই সাইকেল বিতরণ করেন। গ্রাম পুলিশদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সহজ যাতায়াত নিশ্চিত করতে ও কাজের উৎসাহ বাড়াতে এই বাইকেল বিতরণ করা হয়।
ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম ও অন্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ প্রমূখ।