শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

বড়াইগ্রামে দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বর্তমানকণ্ঠ ডটকম / ১১ পাঠক
শুক্রবার, ৩ জুলাই, ২০২০

অমর ডি কস্তা, বর্তমানকন্ঠ ডটকম, নাটোর : নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫৪ জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস তালিকাভুক্ত ওই নারীদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করেন। একই সময় প্রধান অতিথি ১২ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের হাতে ৭০ হাজার টাকা নগদ সহায়তা এবং ১৩টি মসজিদ ও মন্দিরের দায়িত্বাধীন ব্যক্তির হাতে ৩লক্ষ ২০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, মাঝগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি আশরাফুল ইসলাম আশু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ