অমর ডি কস্তা, বর্তমানকন্ঠ ডটকম, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার চাল পেয়েছে ২৫০ খ্রিস্টান পরিবার। করোনা পরিস্থিতির কারণে সাময়িক অসহায় হয়ে পড়া খ্রিস্টান পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। রবিবার সকালে উপজেলার বনপাড়া ক্যাথলিক চার্চ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ খাদ্য সহায়তা সুবিধাভোগীদের হাতে তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধর্মপল্লীর প্রধান পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রীবেরু, সেন্ট পিটার্স একাডেমীর অধ্যক্ষ ক্লামেন্ট পিরিচ, প্যারিসের সহ-সভাপতি রতন পেরেরা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা প্রমূখ।