শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

বড়াইগ্রামে বঙ্গবন্ধুর ‘প্রামাণ্য ঐতিহ্য’ স্বীকৃতি লাভে আনন্দ উৎসব

বর্তমানকণ্ঠ ডটকম / ০ Views পাঠক
শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

অমর ডি কস্তা,বর্তমানকণ্ঠ ডটকম,শনিবার,২৫ নভেম্বর ২০১৭: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি লাভ করায় নাটোরের বড়াইগ্রামে দিনব্যাপী আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে বনপাড়া কালিকাপুর মহাসড়ক মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ বসাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) হারুন-অর-রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজান, থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন প্রমূখ বক্তব্য রাখেন। পরে পরিষদ মিলনায়তনে প্রভাষক মাধবী নাহারের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ উপস্থাপনা ও বঙ্গবন্ধুর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ