শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

ভারতের আকাশসীমা ব্যবহার করবেন না ইমরান খান

বর্তমানকণ্ঠ ডটকম / ১৪ পাঠক
সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম:
দুই দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে সেখানে যাওয়ার জন্য ভারতীয় আকাশসীমা ব্যবহার করবেন না তিনি। দেশটির স্থানীয় এআরওয়াই নিউজ এ খবর জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মুখপাত্র আয়েশা ফারুকি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার কুয়ালালামপুর যাচ্ছেন। মালয়েশিয়ার পক্ষ থেকে তাকে আমন্ত্রণ করেছেন মাহাথির মোহাম্মদ।
এআরওয়াই নিউজ জানিয়েছে, সেখানে কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলবেন ইমরান।

সংবাদমাধ্যমটি আরো জানায়, পুলওয়ামা কাণ্ডের পর ভারত যেভাবে প্রত্যাঘাত করেছিল তা আশা করতে পারেননি ইমরান প্রশাসন। তারপর থেকে এক বছর ধরে সম্পর্ক ক্রমশই অম্ল–মধুর হয়েছে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন ভারতের আকাশসীমা ব্যবহার করবেন না।

উল্লেখ্য, এর আগে ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে সৌদি আরব যাওয়ার সময় পাকিস্তানের আকাশ ব্যবহার করতে দেননি ইমরান খান। অনুমতি না দেয়ায় ঘুরপথে যেতে হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ